Journalism Details
ছবি
22-05-2025
চা দোকানি থেকে এখন সফল কনটেন্ট ক্রিয়েটর নয়ন
ক্যামেরাম্যান শাহজালাল রিফাত বলেন, আমি দীর্ঘ তিন বছর ধরে নয়ন কাকার সঙ্গে আছি। আমার করা ভিডিও যখন দেশ-বিদেশের মানুষ দেখে লাইক, কমেন্ট, শেয়ার করে তখন আমার গর্ব হয়। দিনশেষে নয়ন কাকা ডলার ভাঙিয়ে আমার সংসারে কিছু খরচ-খরচা দেয়।
নয়নের মা মোছা. সাহিদা বেগম বলেন, ওর বাবা আড়াই বছর আগর মারা গেছেন। ছোটবেলা থেকে নয়ন এসব ভিডিও করতো। তখন আমরা ওকে বকাবকি করতাম। তারপরও এইসব (ভিডিও) করতো। একসময় ভালো পর্যায়ে চলে গেছে। এখন ও ভালো ইনকাম করে। ওর খরচ, পরিবারের খরচ সব এখান থেকেই চলে।
নয়ন হোসেন বলেন, ২০২২ সালের শেষ দিকে ‘রহস্য ট্রাভেলের’ পথযাত্রা শুরু করি। আমি চায়ের দোকান চালানোর পাশাপাশি লেখাপড়াও করতাম। লেখাপড়া ও চায়ের দোকান চালানোর পাশাপাশি শুরু করলাম কৃষিভিত্তিক ভিডিও বানানো। আমার গ্রামের কৃষি ও কৃষক ভাইদের সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন তথ্য নিয়ে ভিডিওতে দিতাম। কিন্তু এর মধ্যে আমার বাবা অসুস্থ হয়ে যায় এই পরিস্থিতিতে আমি চায়ের দোকান চালিয়ে পরিবারের খরচ বের করাসহ আমার বাবাকে নিয়ে বিভিন্ন হাসপাতালে দৌড়া