Sreemangal

Claudia Conley

Claudia Conley

Saturday

03-05-2025

Sreemangal

ঢাকা: কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলায় নিহতদের স্মরণ করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

শুক্রবার (২ মে) ঢাকার ভারতীয় হাইকমিশন এক বার্তায় জানায়, ভারতের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় প্রাণ হারানো ব্যক্তিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশে ভারতীয় হাইকমিশন একটি ভাবগাম্ভীর্যপূর্ণ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে।

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী নিহতদের প্রতি শ্রদ্ধা জানান।  

বাংলাদেশে বসবাসরত ভারতীয় নাগরিক এবং বাংলাদেশে ভারতের বন্ধুরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং তাদের সমবেদনা জানান।

প্রণয় ভার্মা বলেন, এই হত্যাকাণ্ড আমাদের সম্মিলিত বিবেককে নাড়া দিয়েছে। কিন্তু সীমান্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের সংকল্পকে আরও দৃঢ় করে তুলেছে। এই হামলার অপরাধীদের এবং তাদের মদদদাতাদের পরিকল্পনা কখনো সফল হতে না দেওয়া হবে না।  

এর আগে ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে এক ভয়াবহ হামলায় ২৬ জন ভারতীয় নাগরিক নিহত হন।

Survey

Did you find the website easy to navigate?

More Related Destination