05-05-2025
১৯৪৭ সালের আগস্টে ব্রিটিশ শাসনের শেকল ভেঙে স্বাধীনতা পায় ভারত ও পাকিস্তান। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, কাশ্মীর বিতর্কের শুরু এই স্বাধীনতার অনেক আগে থেকেই। ব্রিটিশ ভারতের বিভক্তির পরিকল্পনায় বলা হয়েছিল, কাশ্মীর ইচ্ছে অনুযায়ী ভারত অথবা পাকিস্তান- যে কারো সঙ্গেই যেতে পারবে। কাশ্মীরের সে সময়কার মহারাজা হরি সিং চাইছিলেন স্বাধীন থাকতে কিংবা ভারতের সঙ্গে যেতে। অন্যদিকে পশ্চিম জম্মু এবং গিলগিট-বালতিস্তানের মুসলিমরা চাইছিলেন পাকিস্তানের সঙ্গে থাকতে।
সময়টা ১৯৪৭ সালের অক্টোবর। পাকিস্তানের পশতুন উপজাতীয় বাহিনীগুলোর আক্রমণের মুখে হরি সিং ভারতে যোগ দেওয়ার চুক্তিতে সই করেন। তিনি ভারতের পক্ষ থেকে সামরিক সহায়তাও পান। আর তাতেই শুরু হয় ভারত-পাকিস্তান যুদ্ধ। ১৯৪৮ সালে ভারত কাশ্মীরের দাবি নিয়ে জাতিসংঘে যায়। জাতিসংঘের ৪৭ নম্বর প্রস্তাবে কাশ্মীরে গণভোট, পাকিস্তানের সেনা প্রত্যাহার এবং ভারতের সামরিক উপস্থিতি ন্যূনতম পর্যায়ে কমিয়ে আনার আহ্বান জানানো হয়।
Survey
Did you find the website easy to navigate?