Buriganga Eco Park

Buriganga Eco Park

Madonna Riggs

Madonna Riggs

Monday

05-05-2025

Buriganga Eco Park

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী নিহতদের প্রতি শ্রদ্ধা জানান।  

বাংলাদেশে বসবাসরত ভারতীয় নাগরিক এবং বাংলাদেশে ভারতের বন্ধুরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং তাদের সমবেদনা জানান।

প্রণয় ভার্মা বলেন, এই হত্যাকাণ্ড আমাদের সম্মিলিত বিবেককে নাড়া দিয়েছে। কিন্তু সীমান্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের সংকল্পকে আরও দৃঢ় করে তুলেছে। এই হামলার অপরাধীদের এবং তাদের মদদদাতাদের পরিকল্পনা কখনো সফল হতে না দেওয়া হবে না।  

Login | Register

More Related Topics