Baridhara Park

Baridhara Park

Claudia Conley

Claudia Conley

Monday

05-05-2025

Baridhara Park

যায়নি।"

"চারদিকে রক্তাক্ত মানুষজন। পুলিশ আমাদেরও পরে পৌঁছেছিল সেখানে," বলছিলেন মি. ওয়ানি।

তবে এক সিনিয়র পুলিশ কর্মকর্তা আমাকে বলেছেন যে ঘটনার এক ঘণ্টার মধ্যেই পুলিশ সেখানে পৌঁছে গিয়েছিল।

দ্বিতীয় এক সূত্র থেকেও আমি জানতে পেরেছি যে পুলিশ অন্তত এক ঘণ্টা পরে বৈসরণে পৌঁছেছিল। ওই সূত্রটি এটাও বলেছে যে সেনাবাহিনী আর কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী পুলিশেরও পরে ঘটনাস্থলে পৌঁছায়।

ওই হামলা নিয়ে আমি বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছি। তবে সকলেই নাম গোপন রাখার শর্তেই আমার সঙ্গে কথা বলেছেন।

Login | Register

More Related Topics